এ‍্যান্টোনি ক্লিওপেট্রার সঙ্গে থাকছিল
কিন্তু ও ত অক্টোভিয়াকে বিয়ে করেছিল;
রোম সাম্রাজ্যের অন্য অংশীদার
অক্টোভিয়াস এতে
খুশী হল না
অক্টেভিয়া ছিল অক্টেভিয়াসের বোন
একথা এ‍্যান্টোনি মনে রাখল না।
এ‍্যান্টোনির নতুন বিয়েতে
অক্টোভিয়াস ক্ষুব্ধ হল
রোমের সমস্ত নাগরিক ক্ষুব্ধ হল;
এদিকে এ‍্যান্টোনি ক্লিওপেট্রাকে
মিশর,সাইপ্রাস আর কীটের
রাণী ঘোষণা করল।
রোমের নাগরিকদের ক্ষোভ চরমে উঠল। যুদ্ধের দামামা বেজে উঠল
ক্লিওপেট্রার যমজ সন্তান হল
এ‍্যান্টোনি তাদের মান‍্যতা দিল।
আগুন জ্বলে উঠল রোমে
সিনেট অক্টোভিয়াসকে সাহায্য করল
তখন আক্রমণ ত অবশ‍্যম্ভাবী ছিল
ভীষণ যুদ্ধে পরিণত হল;
ক্লিওপেট্রা নৌযুদ্ধ করার পরামর্শ দিল
কিন্তু হঠাৎ কোনো অজ্ঞাত কারণে
তার নৌসেনা ফিরিয়ে আনল।
হেরে গেল হতভাগ্য এ‍্যান্টোনি হেরে গেল
অনেক আশা ছিল চুরমার হয়ে গেল
রোম সাম্রাজ্য অধিকার করার
স্বপ্ন ভেস্তে গেল
এক সমুদ্র দুঃখ নিয়ে যুদ্ধক্ষেত্র ছেড়ে এল।