ক্লিওপেট্রার আর এ‍্যান্টোনিকে
দরকার ছিল না
বুঝল এ‍্যান্টোনি থাকলে
অক্টাভিয়াস ছেড়ে দেবেনা।
তাই নিজের আত্মহত্যার
কথা করল রটনা
এ‍্যন্টোনি এই খবর সহ‍্য
করতে পারল না ;
তাই নিজের অস্ত্র নিজের
বুকে করল চালনা
মুমূর্ষু এ‍্যান্টোনি ক্লিওপেট্রার কোলে
মাথা রেখে করল মৃত্যুর সাধনা।
এ‍্যান্টোনি ছিল অত্যন্ত বলশালী যোদ্ধা
কিন্তু উৎশৃঙ্খল অবুঝমনা
সবাইকে করে তুলেছিল শত্রুমনা;
ক্লিওপেট্রার মৃত্যুর মিথ্যা খবরে
চঞ্চল হল হল নিরাশায় ভরা।
কিন্তু ওর মৃত্যুর পর ক্লিওপেট্রা
করল নতুন পরিকল্পনা ছিল
ছিল তার অক্টোভিয়াসকে
সম্মোহনী শক্তির বশে আনা।
অক্টোভিয়াস কিন্তু ঝুঁকল না
তার চোখের দিকে তাকাল না
তাই মনের জোর কম হল না
ক্লিওপেট্রা বুঝল অক্টাভিয়াস
ওকে আর ছেলেদের যুদ্ধবন্দী করবে
তাই ওকে আত্মহত্যা করতে হবে।
মিশরীয়দের ধারণা ছিল সাপের কামড়ে
মরলে অমরত্ব পায়
তাই ক্লিওপেট্রা বিষধর সাপের
ছোবল খেল অমরত্বর আশায়।
এইভাবে শেষ হল সে যুগের
রহস্যময়ী পরমাসুন্দরী ললনার
যার চোখে ছিল জাদু
সে ছিল বরেণ্য সবাকার।