ক্ষুব্ধ মানুষ বিক্ষুব্ধ তাদের প্রাণ
চাইবার যাহা হয় না তাহার স্থান।
অভাবের তাড়নায়
দিন কেটে যায়
যা পায় ক্ষুব্ধ জীবন
খুশী নাহি হয়।
জীবনের চাওয়া কত না অনন্ত
না পাওয়ার বোঝা
দুঃখ ভারাক্রান্ত;
তাইক্ষুব্ধ মানুষ ুু
না -খুশী হওয়া মন
অতৃপ্ত আত্মা
যেন রিক্ত ভুবন।
মানুষ কত চায়
রাজরাজড়াদের মত
বিপুল শক্তি অফুরন্ত ধন
শক্তির বলে হয়ে মদমত্ত
করে যুদ্ধের আহ্বান।
তাই মানুষ চিরকাল ক্ষুব্ধ
অমানুষের বাড়াবাড়ি অশান্ত চিত্ত
তারা হয় না কভু শান্ত।
জীবনের শেষে হিসেবের খাতায়
কিছুই মেলে না করি হায়হায়
তাই চাওয়ার দুহাত বাড়াই।