জীবনের চেয়ে ক্ষুধা বড়
তাই ক্ষুধার্ত পৃথিবী ;
অভিশাপ ক্ষুধা ভগবানের
আমাদের চিরসাথী।
জন্মের ক্ষণে কাঁদে মানুষ
ক্ষুধার্ত থাকে বলে ;
সকল কর্মের প্রেরণা ক্ষুধা
সংসারের কোলাহলে।
ক্ষুধা ধর্ম ক্ষুধাই কর্ম
ক্ষুধার জন্য হানাহানি ;
পাকস্থলির বেদনা ক্ষুধা
খাদ্য নিয়ে টানাটানি।
পরিত্রাহি ডাকছে সবে
ক্ষুধার শেষ হয় না ;
কর্মযজ্ঞের ঊর্জা হয়ে
ক্ষুধাই জোগায় চেতনা।
ক্ষুধার শোকে জীবন কাঁদে
তাহার নিবৃত্তি হয় না
দেশ দেশান্তরে চলছে  মানুষ
খাদ‍্যের করি যোজনা।