জীবনটা যেন এক লাট্টু
ঘুরছে ত ঘুরছেই
লেত্তিটা কার হাতে জানা নেই ;
দমটা শেষ হলে
সে ত আসবেই।
ওঠা পড়া ওঠা পড়া
নদীর তরঙ্গের বাড়া;
জীবনটায় সুখদুখ থাকবেই
জীবনের লাট্টু ঘুরতে ঘুরতে
একদিন থেমে যাবেই।
সুখদুখ ভেবে ভেবে কষ্ট পেয়ো না
তবুও জীবনের লাট্টুটা চলবেই;
দম যখন ফুরিয়ে যাবে
লেত্তিটাও শেষ হবে
তখন অজানা লোকটা নিয়ে যাবে।