লুকোচুরি মজার খেলা
খেলবি যদি আয়;
ও তুই লুকিয়ে লুকিয়ে গান সেধেছিস
কেউ জানে না তায়।
খেলবি যদি আয়।
সে ত গান বানিয়ে সুর সেধেছে
যাবে কদমতলায়
শ‍্যামের বাঁশী বাজছে সেথায়
ডাকছে শ্রীরাধায়।
লুকোচুরি প্রাণের খেলা
খুঁজে নাহি পায়।
লুকোচুরি খেলার ছলে
ডাকে শ‍্যামরায়
খেলবি যদি আয়।
রাধা বলে সখীবৃন্দে
বলিস না কারেও অজান্তেও
লুকিয়ে আছি কেউ জানে না
খুঁজুক শ‍্যামরায়।
কৃষ্ণকানাই সবই জানে
খেলার মজা ত এইখানে
বুঝব না বলব না আমি
এইমত শোনায়।
খেলবি তোরা আয়।
কৃষ্ণগোপাল ত সবই জানে
তার খেলার অন্ত নাই
লুকোচুরি মজার খেলা
আনন্দে ভরে যাই
খেলবি যদি আয়।