এসো মা কালী করালিনী
দণ্ড দাও মা খড়্গ হাতে ;
অপরাধের বাড়লে মাত্রা
জানি তোমার উদয় হবে ;
দশদিক আলোকিত হবে
দানবসৈন‍্য দূরে যাবে।
দুঃখে আছি তোমা বিনে
এসো মাগো খুশী নিয়ে ;
নিরানন্দ ধরা মাঝে
তোমার করুণা পড়ুক ঝরে।
ধরণী সিক্ত হবে
তোমার দয়ায় সুখভোগ‍্য হবে।
রক্ত জবায় পূজি তোমায়
এসো মাগো মোদের ধরায়;
তোমার আগমনীর দিনে
বিশ্বভুবন মাতে আনন্দে।