আলোর পথ দিয়ে
এলে মা কালী;
আঁধার কর গো মা দূর
মনের কোনে অজ্ঞানতা
যেন রক্তবীজ অসুর।
রক্তবীজের রক্ত যেখানেই পড়ে
নতুন রক্তবীজের জন্ম
সেখানেই হবে
তার মৃত্যু হবে না।
নতুন নতুন আঁধার আসবে
জ্ঞানের আলো ফুটবে না ;
তাই এসো মা কালী
তোমায় পূজি বসে কুঁড়ে
হয়ে থাকব না
আজ্ঞানতার অসুর ধ্বংস করি
জ্ঞানের আলো দাও মা ছড়িয়ে
উজ্জল করে দাও মা
তোমার নামাবলী।