যখন আসবে অসুর রণসাজে
স্বর্গ মর্ত ধ্বংস করতে ;
দেবকুল পারবে না রক্ষা করতে
সর্বজনে ফিরবে কেঁদে।
ভূত প্রেতের হবে বসতি
মানবের হবে চরম দুর্গতি;
কাঁদবে তখন মা জননী
সন্তানের দুঃখে দুঃখিত হয়ে।
তখন আসবে মা দূর্গা
মোদের দুর্গতি নাশ করতে।
সিংহের পিঠে চড়ে মা ত্রিশুল হস্তে
দশ হস্তে দৈব অস্ত্র লয়ে ;
রণবাদ‍্য বাজিয়ে উন্মাদনায় ক্ষিপ্ত হবে
জোড়হস্তে দেবকুল বন্দনা করবে।
তখন এক এক করে অসুরকুল
ধরাশায়ী হবে
আসবে তখন দৈত‍্যরাজ
মহিষাসুর ভীষন বেগে;
সিংহের হুংকারে দৈত্যরাজ ক্ষিপ্ত হবে
লড়বে পাগলের মত বিদ‍্যুৎ চমকাবে
আসবে দৈত্যরাজ মহিষের বেশে
আবদ্ধ হবে মায়ের নাগপাশে;
মা তখন করবে দ্বিখণ্ডিত
অসুরের রাজত্ব শেষ হবে।