টুটিল শৃঙ্খল মুক্ত সেনাদল
হল আগুয়ান রণাঙ্গনে,
শত্রুর হৃদকম্প‌ হল
অভেদ্য সেনার মৃত্যু বাণে।
আকাশ পথে 'সুদর্শন চক্র'
হাজার দ্রোণকে ধ্বংস করল,
অবশিষ্ট কিছুই রইল না আর
শত্রু দ্রোণের ওপর নির্ভরশীল ছিল।
বিপুলের পদক্ষেপে
কোন আশা ওদের রইল না,,
যুদ্ধ বিরতির প্রস্তাব দিল
সম্মান কিছু থাকল না।
ভারতের তৈরি ব্রম্হোস ক্ষেপণাস্ত্র
শত্রুর মেরুদন্ড ভেঙ্গে দিল
দিশাহারা শত্রু দিশা হারিয়ে
যুদ্ধ বিরাম ঘোষণা করল।
এমনি করে যুদ্ধ জিতল
আমাদের সৈন্যদল
সারা বিশ্ব তাকিয়ে দেখল
ভারত হল মহাবল।