মানবধর্ম খুঁজে ফিরি আমি
মানবতার গান গাই;
বিশ্বমাতার কোলে জন্ম মোদের
এক মানবাত্মার জয় গাই।
মানবধর্ম সবার ওপরে
এ ত ভোলা যায় না;
মানবধর্ম টুকরো টুকরো করে
ভেঙ্গে ফেলা যায় না।
আত্মা ত সবদেহে থাকে
এছাড়া ত কিছু হয় না ;
দেহ এক আজব খাঁচা
আত্মারে যেতে দেয় না।
ধর্ম শেখায় সঠিক রাস্তা
মানবতা সাথে রয়;
এ রাস্তা পথ দেখায় মানবতার
সকল ধর্মাত্মা কয়।
ভাঙা ধর্ম লয়ে বিচার কর না
হানাহানি বেড়ে যায় ;
অবিচার হবে দুঃখীর 'পরে
যারা পূজার ধন না জোটায়;
দান দয়া সব আত্মার বাণী
বিবেক সবে শেখায় ;
ভেদাভেদ দুষ্ট দানবের দান
ধর্ম একাত্মার গান গায়।