মুক্তি পূজার হোমানলে
কত শহীদ দিল প্রাণদান;
দেশের মায়ের বক্ষ হতে ঝরল রক্ত
তবু সমাপ্ত হল না সংগ্রাম।
দেশবাসী আজ হয়েছে জাগ্রত
কোথাও তারা হবে না অবনত;
নররাক্ষস ডরায়ে ফেরে
ভয় নাই ওরে নাই ভয়;
সুদর্শন চক্র করবে রক্ষা
তাই ভয় নাই  নাই ভয়।
শৃঙ্খলিত মা সন্তানে ডাকে
দেবতারা দেয় বরাভয়;
একদিন অত‍্যাচারীর পতন হবে
তাই এগিয়ে চল হয়ে নির্ভয়।
মানবের তরে ধর্ম আছে
অমানুষের তরে নয়;
সকল দানেরই আছে প্রতিদান
মরেনি ধর্ম আছে ভগবান ;
একদিন তারা পালিয়ে যাবে
গাইবে সবে ভারতের জয়গান।