আজি রিমঝিম বাদল দিনে
দিলখোলা হাওয়ার শন শন ধ্বনিতে;
মন ভরে এল পুরনো স্মৃতিতে
ভুলে যাওয়া ছবিগুলো এল মনের পটে।
সে যে ভুলে যাওয়া স্বপ্ন
করেছিল মোরে অতি মগ্ন
খুশীতে উজ্জ্বল ভরা লগ্ন।
ছিল মোর মধুর কর্মজীবন
উচ্ছাসে ভরা ছিল য‍ৌবন।
নতুন নতুন সুরে
মনবীণা বাজত বারে বারে
আনন্দে ভাসত আমার মন।
আজি এ ঘন বরষায়
সবই মনে পড়ে যায় ;
নাচে বর্ষারাণী শব্দের তালে
সুখের স্বপন জাগে;
বর্ষা রাতের শেষে
মেঘে মেঘে মাদল বাজে।
চারিদিক নিশ্চুপ নিশ্চুপ
জল পড়ে টুপ টুপ টুপ টুপ
জীবনের কোন কোনে
ছিল এতো মোর মনে
এ-জানা অভাবিত নয়তো।
কোনো দিন ভাবিনি
কিছুই ত শুনিনি
তবু এই ছবিগুলো
আজও যেন জ‍্যান্তো।