যখন থাকব না গো সবার সনে
এই ভবে;
তখন একটু জায়গা রেখো আমার
জন্য মনে মনে।
ভবের খেলা সাঙ্গ হবে;
মরণ যখন ডাক শোনাবে ;
সে ডাকের জাদুতে তখন
সকল বাধা টুটবে।
দু হাত বাড়ায়ে তারে ডাকব;
নীরব হয়ে তার স্পর্শ পাব;
তারপর অতি নম্র হয়ে তোমাদের
বিদায় জানাব।
জীবনের এই খেলাঘরে,
কত খেলেছি রঙ্গভরে;
দুঃখ সুখের খেলা শেষে
সবে ভালোবেসেছি;
এই পৃথিবীর মহানতায়
মায়ায় বাঁধা পড়েছি।
রুদ্র দেব আসবে যখন
আমায় নিতে ;
শান্ত হয়ে নীরব হয়ে বরণ
করব তারে।
তোমাদের বিরহে দুঃখ পাব;
কিন্তু যেতেই হবে তাই যাব;
তখন আমায় তোমরা মনে রেখো।