সন্ধ‍্যার ঢল নেমে এল
আরতি এখনো হয়নি ;
প্রদীপ এখনো জ্বালানো হয়নি
সুগন্ধ কাঠি জ্বলেনি।
একাই চলেছি নিঝঝুম
নীরব সন্ধ্যায় ;
আলো আঁধারিতে কেন
জোনাকিরা গান গায়;
কারে ডাকে তার সাড়া
নাহি পায়,
চলেছি আমি নিঝুম সন্ধ্যায়।
চলেছি ধীরে নেই কোনো উন্মাদনা
দৃঢ় পদক্ষেপে শান্ত মনে
জানি আছে বিপদের সম্ভাবনা।
তবুও চলেছি কোথায় জানিনা
সবই ভুলে গেছি না জানি ঠিকানা ;
দুর্গম পথ মরু বেসাহারা
পার হয়ে আমি চলেছি;
চলতে চলতে যেন অন্য
দেশে পৌঁছে গেছি ।
সেদেশ ছিল আলোয় ভরা
মনে হয় আর এক বসুন্ধরা ;
জ্ঞানের আলোয় উজ্জল করা
এক তীর্থক্ষেত্র;
ছিল লক্ষ তারার ঝলকানি
চাঁদের স্নিগ্ধ রোশনি
সে ছিল আলোয় ভরা
মঙ্গল নক্ষত্র।
ছিল নদী জল আর ধূসর পাহাড়
ঝর্ণা সমুদ্র লুপ্ত জানোয়ার;
নতুন বন্ধু হলো এলিয়ন
সখ‍্যতায় জোয়ার এলো।
তার যানে চেপে পৃথিবী
প্রদক্ষিন করে
কত জ্ঞানের প্রদীপ জ্বালল।
একদিন এ যাত্রা শেষ হয়ে গেল
পুরনো পৃথিবী ফিরে এলো;
মানুষের মাঝে সকল মানুষ
স্বস্তির শ্বাস ফেলল।