জানিনা আমার মনোবীণা
কেন আর বাজে না উদাত্ত সুরে
জানিনা কি হারিয়ে গেল
ম্রিয়মান হল সংগোপনে।
জীবন ভরা স্বপ্ন আমার
বুঝি শুকিয়ে গেল
আমায় না বলে।
ও বীণা একদিন মাতিয়ে দিত
আজ সে বীণা কেন ম্রিয়মান
রুক্ষ হলো তার সুন্দর তান।
জানিনা মনে মনে কিছু ভাঙল কি না
ভাঙলে বীণার তার জোড়া যায় না
একদিন ও বীণা ছিল উচ্ছল প্রাণ
গানের অনুষ্ঠানে ;
সবই কেন শেষ হয়ে গেল
নিরানন্দ এল মনে।
জানি একদিন মনোবীণা
উঠবে জেগে আনন্দ মনে ;
তখন হাসব খেলব গাইব
তারি সনে।