মনপাখিটা হঠাত করে
কোথায় উড়ে যায়
জীবন খাঁচায় বন্দী থেকে
পালিয়ে বেড়ায় ;
আকাশের ডাকে উড়ে গিয়ে
কত কিছু দেখায়।
নীল আলোটা একটু পরে
রঙ বদলে যায়।
স্বর্ণগঙ্গা বইয়ে দিয়ে
সূর্য সাদা আলো দেয়
মনপাখিটা উড়ে গিয়ে
অতীতের রঙ দেখায়।
যখন রাত দুটোয় ডাকাতগুলো
খনির মধ্যে যায়
মনপাখিটা জাগিয়ে আমায়
ডাকাতদের তাড়ায়।
আবার কখন পঙ্খ মেলে
কাশ্মীর চলে যায়
অপূর্ব সে দৃশ্য দেখে
মোহিত হয়ে যায় ;
কিন্তু মুগ্ধ করে কলিয়ারীর দৃশ্য
অগনতি লোকের আয় বাড়ায়।