আমাকে তুমি অবজ্ঞা কর
আমি এক গরীব ভিখারী বলে ;
কিন্তু জানো না আমাদের কাঁধে
ভর করে তোমাদের শাসনতন্ত্র চলে।
তোমাদের বিচারের ধারা
তোমরাই জানোই আমরা শিখিনা;
তোমাদের শাস্ত্র তোমরা শিখেছ
আমরা স্বার্থপরতা শিখিনা।
আমরা জানি মানুষের ভাষা
ও ভাষায় খুঁত নাই এ ত জানি।
যখনই সবলেরা অন‍্যায় অত‍্যাচার করে
আমার ঘোড়ার খুর সতর্ক করে তারে।
আমি বীর দুর্বল দরদী
অন‍্যায়ের প্রতিবিধান করি;
অন‍্যায় হতে দিইনি কোনদিন
শুধু এইটুকু কাজ করি।
জানি একদিন সাম‍্যের জগত আসবে
সবল দুর্বলে বিভেদ থাকবে না
অন্ন সবাই বেঁটে খাবে।