হে প্রভু,মরণ এনে দাও
আমায় মরণ এনে দাও;
ধুলায় লুটিয়ে পড়ার আগে
আমায় তুমি নাও।
জানিনা আমার পুজা তুমি
নেবে কি না
এ মালা তোমার যোগ্য কি না
তবু সসঙ্কোচে তোমায় বলি
আমায় যোগ্য করে নাও;
মরণ এনে দাও প্রভু
মরণ এনে দাও।
যেটুকু তুমি দিয়েছে আমায়
ফুল আর আগরবাতি
তাই দিয়ে ভক্তিভরে
জ্বালাই প্রদীপ বাতি।
ব‍্যথার আঘাতে এ সংসারে
যদি ক্লান্ত হয়ে পড়ি;
জীবনে আঁধার আসার আগে
আমায় তুলে নাও।
যদি জীবন অপূর্ণ থাকে
দুঃখ শোক আর বেদনাতে
যোগ্যতার অভাব হলে
মোরে যোগ্য করে নাও।
মরণ এনে দাও মোরে
মরণ এনে দাও।
সান্ধ্য প্রদীপ জ্বলার আগে
যখন পুষ্পমাল‍্য শুকিয়ে যাবে
সেই শুকনো মালা ফেলার আগে
আমায় তুমি নাও
প্রভু মরণ এনে দাও।