মরণ যখন কাছে এল
কিছু বুঝতে পারলাম না ;
বিছানায় ছিলাম পড়ে
লোকে বলে জ্ঞান ছিল না।
আঁধার ছেয়ে নিল আমায়
আলো ছিল না।
সেই ঘন তিমির মাঝে
বাঁচার আশা ছিল না।
যেন পিঞ্জরে আবদ্ধ আমি
নড়াচড়ার উপায় ছিল না ;
আঁধার! আঁধার! আঁধারের
স্রোতে ভেসে চলেছি
ফিরবার সম্ভাবনা ছিল না।
লোকে কাঁদছিল বসে রুদ্ধকণ্ঠে
যেন শেষের দিন এসে গেল,
দুটো ছায়ামূর্তি যমদূতের মত
আশেপাশে ঘুরছিল।
সব আশা ছেড়েছিল ডাক্তার
হঠাৎ কি মনে হল;
ডাক্তার দিল অগ্নিবাণ
ঠান্ডা শরীরে যেন প্রাণ এল,
আগুনের ঝলকের মত
দৃষ্টি হঠাৎ ফিরে এল
আমাকে ঘিরে সকলে আনন্দ করল
প্রবাদ বাক্য (রাখে হরি মারে কে)
যেন সফল হলো।