মরণ কতদূরে দাঁড়িয়ে আছ
কাছে এসো এসো গো কাছে ;
দর্পী তুমি এসো দর্পভরে
কাল জয় করে লও গো মোরে।
উন্মুখ আমি তোমার তরে
       এ সংসারে;
শোকে হলাম দিশাহারা
বেঁচে থেকে আর কি হবে।
বাজাও তোমার রুদ্রবীণা
জোরে আরও জোরে ;
দূর কর মোর জীবন উত্তাপ
লও গো আপন করে।
তখন জীবনতরঙ্গ নাচবে না
বাতাসে হিল্লোল থাকবে না;
শুধু তোমায় আমায় মিলন হবে
জানবে না কেউ বুঝবে না।