মৃত্যু পথের যাত্রী যাহারা
মরণে না করি ভয়;
ব্রিটিশের সাথে করিয়া লড়াই
মানে না পরাজয়।
শৌর্য‍্যে তাদের পরাজিত হলো
অত‍্যাচারীর দল;
নেতাজী বাপুর ডাকে আসে
সব আনন্দে ঝলমল।
রক্তে লাল হলো ভারতের মাটি
মৃত্যুরে দলে পদতলে;
দেশমাতৃকার আহ্বানে আসে
শতে শতে দলে দলে।
নেতাজী বানাল আজাদ হিন্দ ফৌজ
পৃথিবীর বিস্ময় ;
অহিংসার বাণী আনিল বাপু
ব্রিটেনের হয় সংশয়।
ক্ষুদিরাম বোস ভগৎ  সিং
আর বাঘা যতীনেরদল;
উদ্দীপ্ত করে দেশবাসীরে
নেতাজী হুঙ্কার করে।
আজাদীর স্বপ্ন সার্থক হলো
ব্রিটেনে ছাড়িল দেশ
ভারত মাতার টুটে শৃঙ্খল
অত‍্যাচারের হলো শেষ।