আমায় মার্জনা কর
যদি কিছু হয়ে থাকে ভুল
আমায় ক্ষমা কর।
সাধন ভজন কিছুই জানিনা
ভাই খুঁজে ফিরি
কেন যে পাই না,
যার পাশে যাই
দূরে ঠেলে দেয়
কি দোষ আমার
বুঝতে পারি না।
তাই ক্ষম মোরে বারে বারে
জাগ্রত চেতনা তব।
পাগল আমি থাকি অবচেতনে
ভাই পেতে চাই
বিদ্বান জনেরে;
এদোষ আমার
ক্ষমা কর সবে
মনে বিস্ময় মম।
আমায় তোমরা
জ্ঞান বুদ্ধি দাও
ভাই বলে আমায়
বুকে টেনে নাও,
রেখ না সংকোচ
তোমাদের মনে
এ চাওয়া আমার
ক্ষমা কর।
যদি ভালো না বাসো আমায়
ভাই বললে অপমান হয়
মার্জনা কর আমায়
মার্জনা কর।