আকাশে ঘন মেঘ কালো হয়ে এল
এসব কিসের প্রতীক ;
ইউক্রেনের যুদ্ধ হল ঘনঘোর
মিসাইল চলে চারিদিক।
চৌদিকে শুধু অস্ত্রের ঝঙ্কার
দৃষ্টি চলে না দিকবিদিক;
মেঘ ডেকে বলে,"এ কি অনাচার
ধিক তোদের ধিক।"
মানুষ শোনে না পচা দুর্গন্ধ
ভেসে এল নির্নিমেষ;
নররাক্ষসের মেটে না ক্ষুধা
সভ‍্যতার হচ্ছে শেষ।
মেঘের ডাকে মাদল বাজে
মিসাইল ধায় শত শত।
ধ্বংস যজ্ঞে উৎসাহিত হয়ে
ভূত প্রেত এল কত;
তবুও যুদ্ধের শেষ নাহি চায়
পাষণ্ড মানব যত।
মানুষের শব স্তূপাকারে আছে
কুকুর শেয়ালে খায়;
মরণের যজ্ঞে অটল হয়ে
ক্ষতির হিসাব না চায়।
বাদল যেন গুরু গুরু রবে
অবুঝ মানবেরে ধমকায়;
তবুও মানুষের চেতন হয় না
যুদ্ধ থামাতে নাহি চায়।
এলে প্রবল বৃষ্টি মুহুর্তমধ‍্যে
নদী নালা ভরে যায় ;
ইউক্রেনবাসীরা তোয়াক্কা
রক্ত নদী বয়ে যায়।
কিছু পরে এ বৃষ্টির শেষ হবে
কিন্তু যুদ্ধ শেষ হবে কবে
মানুষ জানে না এ ভবে।