মেঘের সাথে সখ্য করি
চলব মেঘের সাথে;
দেখবে তুমি পৃথ্বী থেকে
মেঘেরি পটে।
কখনও লাগবে ঐরাবত
কোথাও লাগবে চলন্ত রথ
মেঘে মেঘে সংঘর্ষ হলে
বিদ‍্যুৎ চমকে ওঠে
মেঘের সখা বৃষ্টি বাদল
চাষের সখা হয় ;
তাই ওদের সাথী হব
হবে না অসহায়।
গুরু গুরু বাজবে মেঘ
বৃষ্টি ঝরার দিনে ;
ঐরাবতের পিঠে চড়ে
মেঘনাদ আসবে রণে।
তীরের মতো পড়বে বৃষ্টি
ভাসাবে সেইক্ষণে
এই বৃষ্টির কিছু অংশ
সাহারা ভিক্ষে চায়
যেতে পারি না সেথায়
মেঘে না কুলায়।
দেশের অনেক অংশে
যখন প্লাবন এসে যায় ;
অনাবৃষ্টি হবে না আর
মেঘ হবে সহায়।