মন নিয়ে খেলাচ্ছলে
ভালো বেসো না ;
ও খেলা ভালো লাগা
মিথ্যে হলে মন মানে না।
তাই মন নিয়ে খেলা কর না।
মন যদি ভুল করে
ভালোবাসার পথে মরে
ভবিষ্যতের করাল বদন
তোমায় ছাড়বে না।
তাই ভুল কর না।
বাচ্চাদের খারাপ কথা বল
মনের ওপর চাপ দিয়ে ফেরো
বড়ো হলে মন্দ হবে
আর ত ফিরবে না।
তাই দুষ্টু কথা বলবে না।
মন ত চঞ্চল অতি
তার সীমা নয় অল্পাবধি
অল্প সীমায় বাঁধলে পরে
ডেকে আনবে সমুহ ক্ষতি।
খেলার ছলে খেলার ছলে
মনের ক্ষতি কর না
মনোবাঞ্ছা পূরবে যবে
মন দুর্বল হবে না।