জীবনটা আমি বলি মরীচিকা,
আপন লক্ষ‍্যে ঘুরে বেড়াই
পাই না জয়টীকা।
যত পাই তত চাওয়া বেড়ে যায়
অন্ত তার হয় না ;
জীবনের যাত্রাপথে চলেছি আমরা
সে পথের শেষ হয় না।
আসে কোথা হতে আশার ঝঙ্কার
তার হদিশ পাই না ;
তবু খুঁজে ফিরি সোনার হরিণ
কেন বোঝা যায় না ু
মরীচিকা?সে ত নয় মিথ্যে ভাবনা
আশার জ‍্যোতি জ্বালায়;
চলার পথের সহায় ও সে
বাঁচার সহায়।
জীবনটা যেন এক উৎসব;
থাকুক মরীচিকার অনুভব,
ও ত মিথ্যে নয়,পথপ্রদর্শক
আমাদের শক্তি জোগায়।