মুখোশ খুলে নাও
ওদের মুখোশ খুলে নাও।
ভালোবাসার ঢং করে ওরা
শোষণ করার ফন্দি করে ;
নির্বাচনের সময় ওরা মিষ্টি বুলি বলে
সেই মিষ্টি কথায় তুষ্ট করে
ওদের মুখোশ খুলে দাও।
ওরা আশ্বাস ভরা মিথ্যে বলে
তারপর দেখা মেলে না ;
কাজের কাজ হয়ে গেলে
ওরা দেখা দেয় না।
মুখোশের আড়ালে থাকে ওরা
মুখোশ ভোলে না ;
ওদের ওই মুখোশটাকে
সমুদ্রে কেন ফেলে আস না।
প্রশাসক হয়ে শাসন করে
মিথ্যা বুলির আড়ালে ;
মুখোশের আড়ালে কাজ করে
ধনসম্পদের হিসাব করে।
এমনি করেই চলছে সংসার
মিথ্যাজালের ঘূর্ণিপাকে,
মুখোশ ওদের প্রধান অস্ত্র
লোকে এসব বোঝে না যে।
তাই ভণ্ড আর ধড়িবাজদের
মুখোশ খুলে নাও;
আসল শিক্ষা দিয়ে এবার
শিক্ষিত করে দাও।