মুখোশ পরে থেক না
মুখোশ পরলে আসল মানুষ
দেখতে পাবে না।
মুখোশ পরে থেক না।
নেতাদের মুখে মুখোশ
দরকারে প্রতিশ্রুতি দেয়
তারপর চেনে না।
ধনীরা গরীবের ধন কব্জা করে
মুখোশ পরে আদালতের ঘরে
তার দৌলতে জিতে যায়
তবু পেট ত ভরে না।
মুখোশ পরার ফয়দা অনেক
অমানুষকে চেনা যায় না।
আসল লোককে চিনতে গেলে
মুখোশ খুলে ফেলতে হবে
মানুষ পাবে না।
আমানুষের জালে আটকে
মানুষ গেল কোথায় চলে
ঠিকানা পাবে না।
মুখোশের অনেক গুণ
অনেক চরিত্র
বুঝতে পারবে না।
গরীব লোক হঠাৎ বড়লোক হল
E.D.র হাতে ধরা পড়ল
মুখোশ পরে থেক না।
ও মানুষ মুখোশ পর না
দুর্বলতার সুযোগ নিয়ে
অমানুষ হয়ো না।