মুক্তি দাও হে প্রভু আমায় মুক্ত করে দাও,
সকল গ্লানি দূর করে আমায় পথ দেখাও।
সঙ্কোচ যখন ঘিরে ধরে.
অন্ধ মন ভুল করে
ভেদাভেদ আর বিদ্বেষ হতে
মুক্তি এনে দাও।
যখন সঙ্কীর্ণ মন স্বার্থবশে
মানবেরে শোষণ করে
আত্মা তখন কেঁদে ফিরে
তখন আমায় পথ দেখাও।
আকাশ যখন মেঘে ছায়
আলো পথ পায় না ;
পাপ আসে মনের কোণে
বিবেকের নিষেধ মানে না ;
তখন তুমি.হে প্রভু আমার
সঠিক পথ দেখাও।
নিষেধের কাঁটা তারে
সত‍্যরে যখন বন্দী করে
আঁধারের রাজ‍্য হতে
আমায় মুক্ত করে দাও।
মুক্তি মুক্তি ভজি উচ্চৈঃস্বরে
তোমায় ডাকি বারে বারে
অহংকার চূর্ণ করে
মুক্তির আলো দাও।