নাই নাই সব আছে,
তবু মনে হয় কি যেন নাই!
আকাশ তেমনি নীল,সূর্য আলো দেয়,
বাতাস কি বলে যায়?
রাত্রি যখন আসে চন্দ্র তারা পৃথিবীতে
শোভা দেয়;
কিন্তু বাতাস কি বলে যায়?
দিনের পরে রাত আসে,রাতের
পরে দিন ;
সবই চলে নিয়ম মতো বদল
হয় না কোনো দিন।
তবু মন বলে কে নাই কে যেন নাই
বুঝি না কাহারে চাই ;
সব আছে আছে লোকজন
বাতাস কেন বলে সে নাই?
কি চাই কিছু বুঝিতে পারি না
আঁধারে খুঁজে মরি;
ধ্বনি প্রতিধ্বনি বলে নাই নাই নাই
আর কিছু নাহি শুনি।।
যখন থাকব স্বপ্ন মগন হয়ত সে
আসবে;
বইবে বাতাস বলবে মোরে আছে
সে ত আছে।
উঠব তখন তাড়াতাড়ি ভাববো
খুঁজে পাব;
জ্বালব আলো বলবে বাতাস "নাই
কেহ নাই মিথ‍্যে ভাব।"
নাই নাই নাই সে কভু আসবে না
ত ফিরে ;
কাঁদে মন তবু ফিরে ফিরে চায়
অতীত দিনের তরে।