শোন শোন শোন রে ভাই
বালুচরে বাঁধলে বাসা
ফল কিছু না পাই;
জলের স্রোতে ভাঙবে বাসা
কোনো উপায় নাই।
নদীতে ডুব দিয়ে যদি
মুক্তো খোঁজো ভাই
সে খোঁজা বৃথাই হবে
মুক্তো পাবে নাই।
নকল সোনা নিয়ে যদি
বাজারে যাও ভাই
কানাকড়ি দাম পাবে না
অপমান হবে তাই।
মানুষ আছে অনেক রকম
কেউ মুখোশ পরা
কারও মিষ্ট বচন
নকল হৃদয় পুড়ে হবে ছাই
পাবে না কোনো সুবচন।