আত্মশক্তির বলে তুমি
অপরাজেয় হয়েছ,
দুনিয়া তোমাকে সেলাম করবে
ইতিহাস মনে রাখবে
তুমি অমর হয়েছ।
কখনো হারবে না তুমি
জয়কে হাতের মুঠোয় পেয়েছ,
তাই শত্রু নতমস্তক হয়েছে,
তরোয়ালের ধারের মত বুদ্ধি তোমার
জয়ের ঠিকানা পেয়েছ।
তুমি দুর্দান্ত ঘূর্ণি ঝড়ের মত
শত্রু দমন লক্ষ্য‌ তোমার
সুদর্শন চক্র ঘুরছে অবিরত।
জলে স্থলে অন্তরীক্ষে
তোমার বিজয় পতাকা ওড়ে
ভারতমাতার সুপুত্র তুমি
আতঙ্কবাদী থেকে থেকে কাঁদে।
বিজ্ঞান তোমাকে পৌঁছে দিয়েছে
চন্দ্র জয়ের পথে,
তোমার স্যাটেলাইট ধেয়ে চলেছে
সূর্যের ঠিকানা জানতে।
তুমি পৃথিবীর বিস্ময়
পিছিয়ে পড়া ভারত এখন
বিশ্ব করবে জয়।
সন্ন্যাসী তুমি লোভের বশে
তুমি থাকো না,
তাই দুর্নীতি বিদায় করছ
পাপীরা স্থান পায় না।
তুমি নরেন্দ্র, জনমনের রাজা
এমন রাজা আগেও ছিল না
পরেও থাকবে না
এমনি তুমি শাসনকর্তা।