ফুলের বনে ফুল ফুটেছে
নানান রঙে
হিমেল হাওয়ায় দোল দিয়ে যায়
শিশির ঝরে।
নানান সুরে গাইছে পাখি
ভ্রমর ধেয়ে আসে ;
রামধনু রঙ প্রজাপতি
ফুলের মধু খোঁজে।
নতুন দিনের অরুণ আলোয়
দিনমণি আসে ;
আকাশ ছড়ায় আনন্দ গীত
বাতাস বয় উল্লাসে।
নতুন বছরের সন্ধিক্ষণে
সবে আনন্দে মেতেছে।
মাঠে মাঠে সোনার ধানে
সোনার ঢেউ খেলেছে ;
বৌ কথা কও ডাকছে পাখি
দোয়েল নাচে গাছে গাছে।
কাঠঠোকরা কাঠ কাটে
আর পারাবত গুঞ্জন করে ;
ঢাক বাজে ঢোলক বাজে
আনন্দে ভাসল সবে
নতুন বছরের আগমনে।