চিত্তে আমার কত আশা
আশা নতুন দিনের ;
জগত জোড়া আমার আশা
আছে অনেক দিনের।
তোমাদের মাঝে থাকব আমি
সুন্দরের গান গেয়ে
বিশ্বভুবন ছড়িয়ে পড়ুক
মোদের গানে গানে।
আমার আশা কবির খাতায়
জলরঙা ছবির মত,
আকাশ পটে লেখা থাকুক
রামধনু রঙের মত।
আমার আশা বাতায়নে
ফুটন্ত ফুলের মত;
অনেক ফুলে ভরা থাকুক
পারিজাতের মত।
দূর দিগন্তে মেলবে পাখা
উড়বে পাখির মত;
জীবন সঙ্গীত গাইছে আশা
ভালোবাসার মত।