নতুন দিনের নতুন ফ‍্যাশান
         মত্ত সবাই হয়েছে,
শোন ভাই নতুন ফ‍্যাশান এসেছে।
মেয়েরা সব প‍্যাণ্ট পরে,
ছেলেদের নকল করে ;
মলের থেকে কিনে এনে
হাঁটুর কাছে কেটেছে।
তাই পরে জগত ঘোরে,
ভাবে ভালো ফ‍্যাশান হয়েছে ;
ভাই নতুন ফ‍্যাশান এসেছে।
আগে বড় বড় কেশ ছিল,
দূর্গা প্রতিমার মত লাগত;
এখন ওসব কেটে কুটে বাবু ছাঁট করেছে;
লোকে বলে এটাই এখন চলন
হয়েছে।
নতুন ফ‍্যাশান নতুন চালচলন;
ঘরে এখন টেঁকে না ত মন;
ডিস্কো ডিস্কো করে এখন
         উদ্দাম নাচ নেচেছে;
তাই সবাই বলে খুব ভালো হয়েছে।
মেয়েরা ছেলেদের শার্ট প‍্যাণ্ট পরে
ছেলেদের দলে ঢুকেছে ;
ছেলেরাও হর্ষভরে মেয়েদের দুল
পরেছে;
চালচলন কত বদলে গেছে ;
নতুন ফ‍্যাশান এসেছে।
পোশাক দেখে যায় না চেনা ;
ছেলে মেয়েদের আনাগোনা ;
শাড়ী আজকাল কেউ পরে না ;
সধবা না অন্য কিছু যায় না চেনা।
অনেকে সিদুঁর পরা ভুলে গেছে ;
আলখাল্লা সবাই পরে ;
চেন মালা পরে আবার ধুপুচি
নাচ নেচেছে;
ভাই নতুন ফ‍্যাশান এসেছে।