নতুন গানের নতুন সুরে বাঁধা হোক
মোদের বীণার তার ;
নতুন করে বাসবে ভালো
ভাসবে সুখে এ সংসার।
নতুন সূর্য আসবে তখন
তন্দ্রা জড়ানো চোখে ;
চঞ্চল বাতাসের হিল্লোলে
জীবন পুলকিত হবে।
অরুণ আলোয় ভাসবে চারিদিক
জীবন তরঙ্গ নাচবে;
ঢেউয়ের পরে উঠবে ঢেউ
জীবন তরী বাইবে।
জীবনের সাথে মিলবে জীবন
আনন্দধারা বইবে;
নতুন নতুন বিচার সভায়
নতুন তৃপ্তি পাবে।
নতুন পথের যাত্রী মোরা
সাম‍্যের গান গাইব;
রবে না হেথায় দুঃখের লেশ
আনন্দ বারিশ হবে।
হিংসা দ্বেষের স্থান হবে না
যোগ্যতার গুণ গাইবে;
রাবনরাজার বাঁধা হবে সিঁড়ি
স্বর্গ মর্ত এক হবে।
আসবে কি সেই স্বপ্নের দেশ
যখন মনুষ্যত্ব হারবে না ;
ক্ষুধার্তরা "হা অন্ন" বলে
ধনীর দুয়ারে দাঁড়াবে না।
শান্তি আনবে মা করুণাময়ী
যুদ্ধের বাজন বাজবে না ;
সন্তোষ দেবে মা সন্তোষী
আফশোস কারও থাকবে না।
মৃত্যুর দুয়ার তখন বন্ধ হবে
মহামারি আসবে না ;
জীবনের কাজ শেষ হয়ে গেলে
মৃত্যুরে ভয় করবে না