ওরে ও পাগলা মনা
নতুন খবর কিছু শুনিয়ে যা না।
শুনেছি গাধার রাজ‍্যে
রাজা গান বেঁধেছে
তাই রে না না না না।
কবিতা লিখে রাজামশায়
অনেক পুরস্কার পেয়েছে
রবীন্দ্রনাথ যে পুরস্কার পায়নি
রাজা সেই পুরস্কার পেয়েছে।
তাই টিং টাং ডিং ডাং বলে
মধুর গান গেয়েছে;
আপন ভাষা বলতে গিয়ে
পাকিস্তানি ভাষা বলেছে।
এসব কি সত‍্যি কথা
বল রে মনা বল রে ভোলা
কুর্সির 'পরে বসতে গিয়ে
কুর্সি ভেঙ্গে পড়েছে।
কোথায় নাকি নরসংহার হল
রাতের বেলায় ঘর জ্বালাল,
শিশু নারী পালিয়ে গেল
মানুষ জনকে খুন করল
বিচার কিছু হল না ;
রাজার এমন কারনামা
নিজের লোকের শাস্তি হল না।
বল ভাই সত‍্যি নাকি
এও আবার হয় নাকি;
নির্বাচন আসছে আবার
আর কিছুদিন আছে বাকি।
নির্বাচন কাকে বলে
পুলিশ প্রশাসন আছে জালে;
তাই ভয় কি বল নির্বাচনে
মুহর লাগাও রাজার নামে।
এ  কিছু ভাই সত‍্যিকথা নয়
এ ত ভাই মিথ‍্যে কথা নয়
হো তাই না হো তাই না হো তাই না
গাধার রাজ‍্যে পাগলা রাজা
এমন দেখি না।