যখন মানবসেনার জয় হল
ষড়রিপু হারল
তখন মানবেরা একে অপরকে
অভ‍্যর্থনা করল
বসন্তকালে স্বর্গ মর্ত পাতালে
আনন্দের ঢেউ উঠল;
আকাশ কতবার রঙ বদলাল।
সবুজ পৃথিবী আবিরের রঙে রাঙাল
মানুষে মানুষে ভেদাভেদ ঘুচল।
মন যেন পাখা মেলে
সাত রঙে রাঙাল
আবালবৃদ্ধবণিতা স্বর্ণযুগে প্রবেশ করল।
তাই দোলের দোলায়
সবে নতুন স্বপন দেখল।