হা রে রে রে আজ মদের দোকান খুলেছে
দুহাত তুলে ঘণ্টুবাবু মাতাল নাচ নেচেছে
যখন লকডাউন এসেছিল ;
মানুষ যেন ভিখারী হল;
খাবার দোকান বন্ধ হল;
তবু মদের দোকান খুলেছে।
কর্ণধাররা খুশী হল;
রাজস্ব কিছু এসে গেল
মদের দোকানে লাইন লেগেছে
তাই ত ওরা খুশী হয়েছে ;
ভাই মদের দোকান খুলেছে।
হাটবাজারে সব দাম বাড়াল
পাতে সব্জি কমে গেল
তবু রেশন আনতে গিয়ে ওরা
মদে লাইন লাগিয়েছে ;
ভাই মদের দোকান খুলেছে।
টিফিন কিছু ঘরে নাই ত ;
অফিস বাবু হন্তদন্ত ;
তবু সন্ধ‍্যাবেলা অফিস ফেরত
বোতল নিয়ে বসেছে ;
মদের দোকান খুলেছে।
তেলের দাম বেড়ে গেল ;
যানবাহন কত অচল হল;
সব্জিবাজারে মেলে না সব্জি;
মদ মিলে যায় জল্দি জল্দি
তাই হারে রে রে বলতে বলতে
মদের বোতল খুলেছে;
ভাই মদের দোকান খুলেছে।