ঘর গেল বাড়ি গেল
ধরলি সন্ন‍্যাসী বেশ ;
জমিদারি গয়না গাঁটি
সবই হলো শেষ।
পরিজন তোর কোথায় গেল
কিছুই জানলি না ;
নেশা খেয়ে  মাতাল হয়ে
রাখতে কিছুই পারলি না।
এখন দোরে দোরে
ভিক্ষে করিস
অন্ন জোটে না ;
লজ্জা কুড়াস
তবু কি তোর
চোখ খোলে না।
মনের ভুলে
কখনও কি খুঁজিস ঠিকানা ;
খোঁজ রে তবে সিধা হয়ে
আপন আস্তানা।