আকাশ ত অনেক বড়ো
আমি সঞ্চরণশীল ;
যাযাবরের মতো ঘুরে বেড়াই
কোথাও হয় না মিল।
গ্রহ হতে গ্রহে ছুটে বেড়াই
তারারা আলো দেখায়,
কোথায় যাব কি চাইব
তার ঠিকানা নাই।
   চলেছি আমি
   দিবস যামি
জানিনা কোথায় এর শেষ ;
শুধু জানি চলতে হবে
তারারা দেয় নির্দেশ।
ভালোবাসার আকর্ষণে
ঘুরে বেড়াই দিনে রাতে
এ চলার হবে না ত শেষ
যতক্ষণ না নিজেরে করব নিঃশেষ।