আমি তোমার মধ্যে
নিজেরে খুঁজি মনে মনে ;
তোমার প্রকাশ বিশ্বরূপে
এই ভুবনে।
তোমার প্রকাশ আলোয় আলোয়
আকাশ জুড়ে ;
আমার হৃদয় ভরল প্রেমে
তোমার গানে।
চাঁদের বীণার বর্ণালী তারে
রূপালী আলো ঠিকরে পড়ে ;
বিশ্বভুবন মাতোয়ারা
সেই আলোতে স্নান করে।
জীবন যখন ব‍্যাথায় কাতর
দুঃখ করে আমায় অনাদর
তোমার গানের মধুর সুরে
পাই যেন তায় সুখের চাদর।
তোমায় খুঁজে তোমায় ভজে
নিজেরে খুঁজি সকল কাজে ;
জীবন আমার সফল হবে
খোঁজা যখন সার্থক হবে।