যখন প্রশ্ন করি,কে তুমি?
        এলে কোথা হতে?
মরণ বলে,আসি আঁধার পথে
        জীবনান্ত হলে।
আবার প্রশ্ন করি.কেন তুমি অদৃশ্য
          আস কেন চুপিসাড়ে;
মরণ বলে,আমি ভয়াল ভয়ংকর
           জীবন সহে না মোরে।
পদভারে মোর মহামারি আসে
             ওঠে ক্রন্দন রোল
জীবনের সুখ শেষ হয়ে যায়
             আসে বীভৎস কলরোল।
নিবাস আমার আঁধার ধামে
              জীবনের পরশ নাই,
জ্ঞানের আলো পৌঁছায় না সেথা
                আকার আমার নাই।
সঙ্গী সাথী মোর ভূত প্রেতআর
                 পিশাচ পিশাচী শ্মশানে
                  নৃত্য মগ্ন ;
কখনও আসি নিঃশব্দে কখনও
                 ভয়াল আমার ছন্দ।
আমি দয়াহীন আমি নির্মম
                  বিধাতার দেওয়া অভিশাপ ;
মায়া মমতার লেশমাত্র নাই
                   মহাকাল দেয় না দাম।
অর্বাচীন যত মানবের দল
                   আমার অধিকার চায় ;
বহু যুগ ধরে সাধনা করে
                     সবই বিফলে যায়।