আমার আশা স্বপ্ন মোড়া
অনেক দূর যাওয়া ;
ভাস্কোডামার মতো নতুন দেশ
খুঁজে পাওয়া।
নতুন দেশে গিয়ে আমি
নতুন নাম দেবো;
আদিবাসীরা করবে লড়াই
তাদের হারিয়ে দেবো।
বিজয় সিংহ করেছিল জয়
নতুন দেশে গিয়ে ;
বাঙ্গালীর ছেলে রেখেছিল নাম
"সিংহল" শ্রীলঙ্কা জয় করে।
যাব ওগো যাবই ওগো
নিরুদ্দেশে যাবই;
নতুন দ্বীপ খুঁজে তখন
রাজত্ব করবই।
স্বপ্ন আমার আকাশ ছেড়ে
নতুন গ্রহে যাব;
জল বাতাস খুঁজে সেথায়
নতুন বসতি গড়ব।
সুপারনোভায় পৃথিবীর যদি
কোনো ক্ষতি হয় ;
পৃথিবীর মানুষ থাকবে সেথায়
হবে নিঃসংশয়।
জানিনা কি আছে ভাগ‍্যে লেখা
অনেক দূরে যাবই;
রইব নাকো বদ্ধ ঘরে
দুনিয়াটা দেখবই।