ওগো মাঝি, বাঁধব নাকো জীবন তরী
এই ঘাটে
হয়নি সময় যাবার এখন
এই পথে।
ওগো মাঝি বেঁধো নাকো আমার তরী
এই সন্ধ্যায় ;
সান্ধ্যতারা জ্বলছে এখন
আকাশের গায়;!
চলবে জীবন অবিরত
বাতাস বলে যায় ;
স্নেহমুগ্ধ মন আমার
সুন্দর নদীর গতি
বেঁধো না বেঁধো না এই তরণী
বাড়ুক চলার গতি।
চলতে চলতে না জানি কখন
ক্লান্ত হয়ে যাব;
তবুও তরী বাইবে তখন
নিরুদ্দেশে যাব।
বাজবে যখন রুদ্র বীণা কোনো এক
ঝঞ্ঝা ভরা রাতে
স্পষ্ট নির্দেশ আসবে তখন
মরণবীণা বাজবে।