জীবনের সন্ধ্যাবেলায়
যখন সান্ধ্য তারা জ্বলবে
ওপার হতে হয়ত কেউ
আমায় মনে করবে;
তখন আমি সেই ডাকে
সমুদ্র পানে ধাইব;
কেউ জানবে না কেউ বুঝবে না
আকাশ সমুদ্রের মিলনকেন্দ্রে
আমি গিয়ে মিলব।
তখন কোনো বাধা থাকবে না
পিছুটান কিছু থাকবে না ;
আকাশ থেকে ঊজ্জল বর্ণ
একটা রথ আসবে
সেই রথের সোনালী আলো
আমায় পথ দেখাবে।
সেই যাত্রায় কেউ কি
আমার সাথী হবে?
আকাশে লক্ষ তারা জ্বলবে
আমার যাত্রা কি তাদের
সাথেই হবে?