পালাম না পালাম না
পালাম না রে কিছু পালাম না;
সে যে ছিল কোথায় গেল
বুঝতে পারলাম না
জীবন বাঁচে কার লাইগ‍্যা।
বাসি না বাসি না বাসি না রে
ভালোবাসা কারে কয় জানি না ;
কার সাথে বল
প্রাণের কথা কই
কেউ আমার প্রাণের কথা জানে না।
পাবে না পাবে না পাবে না রে
সে ত আমার দুঃখ জ্বালা;
মনের ভেতর যখন আগুন জ্বলে
সে আগুন ত যায় না নেভা।
কাউকে জানে না
কিছুই ত মানে না
শুধু মনের আগুন জ্বলে যায়।
ওই আগুনে সব পুড়ে যায়
মায়া মমতা ভালোবাসায়।
কিছুই পেলাম না রে
কিছু পেলাম না রে
এই লক্ষ্মীছাড়া দেশটায়;
বুঝি না কি হইবারে চায়
আগুন নেভাবার কী উপায়।