পাব না পাব না রে
পাব না পাব না ;
আয় তবে সই
মনের কথা কই
ভাগ‍্যটাই খারাপ
তবু দুঃখ লাগে কই।
জানি নাই নাই নাই
কিছুই পাবার নাই
একা আছি বেশ আছি
আছি নির্ভাবনায়;
তবু এই কথাটি বলে যাই
আঁধার বেলায়
খুঁজে ফিরি কারে
মন কারে চায়।
কাঁদিস না কাঁদিস না
মন রে আমার
যে যায় সে কি
ফিরিবারে চায়
জগতের নিয়মে যায়।
তবু কেন বুকটা ফেটে যায়
হু হু করে কেঁদে ওঠে
নির্জনে সন্ধ্যায় ;
যে ছিল সে ত আর নাই
মিথ্যে হলো কাঁদা হাসা
যখন জীবন শুকিয়ে যায়।