তোমরা আমায় পাগল বল
আমি সে পাগল নই,
যার জন্য পাগল আমি
তারই কথা কই।
দেহ খাঁচার ভেতরে থাকে
আত্মা আমার কই;
তারেই পূজি তারেই খুঁজি
আর কিছু চাই কই।
পাগল বাবার ছেলে আমি
পাগলী আমার মা;
মাকে আমার সবাই চেনে
আমার মায়ের নাম শ‍্যামা।
মায়ের পূজায় পাগল আমি
পাগল বাবা কই;
লোকে বলে পাগলা ভোলা
সেই পাগলে পূজে বংশীধারি
সে যে পাগল চির ভিখারী।
এ জগতে সবাই পাগল
আপন আপনি খেয়ালে
পেতে চায় আপন লক্ষ্য
পাগল তাকে বলে ;
যে পাগলে সবাই পূজে
সে ত বাঘছালধারী।